প্রতি মিনিটে ইন্টারনেটে যা হয়, তা বিস্ময়কর

মাত্র এক মিনিটে কী হয় ইন্টারনেটে? অনেকেরই এই কৌতুহল রয়েছে। আপনি যখন ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, অথবা ইউটিউবে ভিডিও দেখছেন আপনার সাথে বিশ্বব্যাপী আরও কত মানুষ জনপ্রিয় এই সাইটগুলো ব্যবহার করছেন জানেন? চলুন দেখে নেয়া যাক-
১. প্রতি মিনিটে ৩৮ লাখ সার্চ হয় গুগলে।
২. ফেসবুকে প্রতি মিনিটে এক লাখ মানুষ লগ ইন করে।
৩. প্রতি মিনিটে ইন্টারনেট ব্যবহার করে এক কোটি ৮১ লাখ টেক্সট মেসেজ পাঠানো হয়।
৪. প্রতি মিনিটে বিশ্বব্যাপী চার কোটি ৫ লাখ ভিডিও দেখা হয় ইউটিউবে।
৫. অ্যাপ স্টোর আর প্লে স্টোর থেকে প্রতি মিনিটে তিন লাখ ৯০ হাজার অ্যাপ ডাউনলোড করা হয়।
৬. প্রতি মিনিটে ইন্সটাগ্রাম থেকে তিন লাখ ৪৭ হাজার ছবি শেয়ার হয়।
৭. টুইটারে ৮৭ হাজার ৫০০টি টুইট হয় প্রতি মিনিটে।
৮. প্রতি মিনিটে অনলাইনে কেনাকাটায় নয় লাখ ৯৬ হাজার মিলিয়ন মার্কিন ডলার খরচ করে মানুষ।
৯. প্রতি মিনিটে স্ন্যাপচ্যাটে দুই কোটি ৪ লাখ স্ন্যাপ তৈরি হয়।
১০. ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ইন্টারনেটে অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এই দুই মেসেজিং সার্ভিস থেকে প্রতি মিনিটে ৪১ কোটি মেসেজ করা হয়।
১১. প্রতি মিনিটে ইন্টারনেট ব্যবহার করে ১৮ কোটি ৮০ লাখ ইমেল করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি