আফগানিস্তানের পিছু ছাড়ছে না বৃষ্টি
চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন সোমবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। তবে বৃষ্টির পর দুপুর একটার দিকে অবশেষে খেলা মাঠে গড়ালেও আবারও বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির কারণে খেলা ফের বন্ধ।
চতুর্থ দিনে ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহের পর দিনের খেলা শেষ হয়। পঞ্চম দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর্যন্ত ৪৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান (৪৪) এবং সৌম্য সরকার (২)।
এর আগে চট্টগ্রামে ভোর থেকে শুরু হওয়ার বৃষ্টি থামে সাড়ে ১১টার দিকে। আর এরপর সুপার সপাররা মাঠ শুকানোর কাজে নামে পৌনে ১২ টার দিকে। ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন শেষে জানায় ম্যাচ শুরু হবে দুপুর ১টায়।
টেস্টের প্রথম দিনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। আর প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে রশিদের ঘূর্ণিতে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে থামে আফগানদের ইনিংস। আর টাইগারদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৯৮ রানের। চতুর্থ দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান। সাকিব ৩৯ রান করে অপরাজিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এসপি
নিউজবাংলাদেশ.কম/ এসপি








