News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৮, ১৬ মে ২০১৫
আপডেট: ০৬:০৬, ১৮ জানুয়ারি ২০২০

দোহা জয়ে বোল্টকে গ্যাটলিনের বার্তা

দোহা জয়ে বোল্টকে গ্যাটলিনের বার্তা

ঢাকা: দোহাতে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে গতির ঝড় তুললেন আমেরিকান স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন। শুক্রবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ১০০ মিটার ইভেন্টে ব্যক্তিগত ও বিশ্ব রেকর্ড গড়েই জয় তুলে নেন ৩৩ বছর বয়সী দৌড়বিদ। আগস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আগে চিরপ্রতিদ্বন্দ্বী উসাইন বোল্টকে যেন একটা বার্তা দিয়ে রাখলেন গ্যাটলিন।

বছরের সেরা টাইমিং করে ৯.৭৪ সেকেণ্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন গ্যাটলিন। যা তার আগের সেরা ৯.৭৭ থেকে ৩ সেকেণ্ড কম। গত বছর ব্রাসেলসে ওই টাইমিং করেছিলেন মার্কিন স্প্রিন্টার। এটা শুধু গ্যাটলিনে ব্যক্তিগত সেরাই নয়, বিশ্বের পঞ্চম সেরা রেকর্ডও। ১০০ মিটার ইভেন্টে সবচেয়ে সেরা টাইমিং বোল্টের। জ্যামাইকান বজ্র বিদ্যুৎ ৯.৫৮ সেকেণ্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেছিলেন।

দোহা জয় করার পর হুঙ্কার ছুঁড়েন গ্যাটলিন। তিনি বলেন, “আপনারা তাকে এমনভাবে উপস্থাপন করেন যেন সে লর্ড ভলডারমট (হ্যারি পটার সিরিজের যাদুকর)। অবশ্য আমি যা বলছি সবকিছুই সে জানতে পারবে। কিন্তু আপনারা তার নাম উচ্চারণ করবেন না। যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে তাদের নামও।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়