দিবারাত্রির টেস্টে নিউজিল্যান্ড ক্রিকেটারদের ‘আপত্তি’
ঢাকা: আসন্ন অস্ট্রেলিয়া সফরে স্বাগতিক অসিদের বিপক্ষে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে আপত্তি রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটারদের। তাদের ভয়, নতুন এই ধারণা হয়তো ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে। বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় টেস্ট ক্রিকেটের দর্শক সংখ্যা খুব সীমিত। ফলে পাঁচ দিনের ক্রিকেটে বিজ্ঞাপনদাতাদের আগ্রহও কম। যা ইতোমধ্যেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে বড় একটা প্রশ্ন তুলে দিয়েছে। এই অবস্থায় আইসিসির সহযোগীতায় দিবারাত্রির টেস্টের প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নভেম্বরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে নতুন এই ধারণার প্রয়োগও করতে চাইছিল তারা। তবে প্রথম প্রচেষ্টাতেই মৃদু একটা ধাক্কা খেল ক্রিকেট অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা হিথ মিলস বলেন, “কয়েক মাস আগে দিবারাত্রির টেস্ট অর্থাৎ গোলাপী বলের টেস্ট ক্রিকেট নিয়ে খেলোয়াড়দের কাছে মতামত জানতে চাওয়া হয়েছিল। তাতে বিস্ময়করভাবে নেতিবাচক ফলাফল এসেছে। খেলোয়াড়রা নতুন এই ফরমুলার প্রতি সহযোগিতামূলক মনোভাব দেখাচ্ছে না।”
নিউজিল্যান্ড এই বছরে প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ওই সফরেই একটি দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের চিন্তা-ভাবনা করছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়া সফরে গিয়ে নতুন সিস্টেমের মুখোমুখি হতে চাইছে না নিউজিল্যান্ড ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে মিস্টার হিথ বলেন, “এটা আমাদের জন্য অনেকটা অ্যাশেজ সিরিজের মতোই। তাই নতুন সিস্টেমে সেখানে প্রতিপক্ষের সামনে দাঁড়াতে চাই না আমরা।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম