News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৬, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২০

প্রথম সেঞ্চুরিতে দাপুটে সৌম্য

প্রথম সেঞ্চুরিতে দাপুটে সৌম্য

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক বাংলাওয়াশের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার সৌম্য সরকার।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তার ক্যারিয়ারের দশম ওয়ানডে ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির গৌরব অর্জন করেন ২২ বছর বয়সী ব্যাটিং প্রতিভা।

জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান পাকিস্তানের অধিনায়ক আজহার আলির বলে বিশাল ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। শুধু তাই নয়, ঐতিহাসিক বাংলাওয়াশ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ৯৪ বল খেলে ১১টি বাউন্ডারি ও চারটি বিশাল ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে আট উইকেটে জয় নিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করে টাইগাররা। শেষ পর্যন্ত ১১০ বল খেলে ১২৭ রান করে অপরাজিত থেকে ঐতিহাসিক জয়ের নায়ক হন সৌম্য। তার নান্দনিক ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৬টি বিশাল ছক্কার মার রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়