News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৯, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ২০:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২০

খুশির সংবাদ পেয়ে ফতুল্লায় রুবেলের বোলিং তাণ্ডব

খুশির সংবাদ পেয়ে ফতুল্লায় রুবেলের বোলিং তাণ্ডব

ঢাকা: চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা ধর্ষণ মামলা থেকে অব্যাহতির সুপারিশের খুশির খবর শুনে ফতুল্লা স্টেডিয়ামে মাঠে নেমেছিলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। যা ‘হ্যাপী’ করেছিল টাইগার পেসারকে। ফলে নির্ভার হয়ে বল করতে পেরেছেন রুবেল। আর তাতেই পুড়ে ছাই প্রতিপক্ষের ব্যাটসম্যানরা।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিনের খেলায় মাহমুদউল্লাহ রিয়াদের ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে মাশরাফি মুর্তজার প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে একাই পাঁচ পাঁচটি উইকেট দখল করেন রুবেল। একে একে ফিরিয়েছেন আব্দুল মজিদ (১৬), রনি তালুকদার (১৬), শুভাগত হোম (৩), মোশরারফ হোসেন (৯) ও শহীদকে (৫)। ৮.৩ ওভার বল করে ৪২ রান দিয়ে দখল করেছেন পাঁচটি উইকেট। মেডেন নিয়েছেন একটি।

রুবেলের এমন দুরন্ত পারফরম্যান্সের সাথে আব্দুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়রের দুটি করে উইকেট ও মাশরাফির একে প্রথমে ব্যাট করা প্রাইম ব্যাংক ৪৫.১ ওভারে ২১৩ রানে অলআউট হয়। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে অপরাজিত থাকেন ধীমান ঘোষ। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান এসেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়