News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বিসিবি নির্বাচন করতে নির্বাচক পদ থেকে ইস্তফা দিলেন রাজ্জাক 

বিসিবি নির্বাচন করতে নির্বাচক পদ থেকে ইস্তফা দিলেন রাজ্জাক 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিতে নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন বাংলাদেশ দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্রও কিনেছেন তিনি। 

শনিবার ছিল নির্বাচনে মনোনয়নপত্র তোলার দিন। নানা আলোচনা-সমালোচনার মধ্যে চমক হিসেবে দৃশ্যপটে হাজির হয়েছেন রাজ্জাক। 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিসিবির নির্বাচক পদ ছাড়ার বিষয়ে রাজ্জাক বলেন, “আমি বিসিবি নির্বাচনে অংশ নিতে নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছি। খেলোয়াড় ও নির্বাচক হিসেবে জাতির সেবা করেছি, এখন নির্বাচিত হলে বোর্ড অব ডিরেক্টরের (পরিচালক) সদস্য হিসেবে নতুন চ্যালেঞ্জ নিতে চাই।” 

২০২১ সালে জানুয়ারিতে বিসিবিতে নির্বাচক হিসেবে নিয়োগ পান রাজ্জাক। শনিবার পরিচালক নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। খুলনা বিভাগকে বিসিবি বোর্ড রুমে প্রতিনিধিত্ব করার পরিকল্পনা নিয়ে নির্বাচনে নামছেন রাজ্জাক। 

আরও পড়ুন: ইনজুরিতে ছিটকে গেলেন রাফিনিয়া-গার্সিয়া, বড় ধাক্কায় বার্সেলোনা

২৫ জন পরিচালক সভাপতি নির্বাচনে ভোট দেবেন। তার মধ্যে ১২ জন ক্লাব থেকে, ১০ জন বিভাগ ও জেলা থেকে, ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা মনোনীত হিসেবে বোর্ডের পরিচালনা বিভাগে আসবেন। ১ জন ক্যাটাগরি থ্রি থেকে, অর্থাৎ অন্যান্য সংগঠনের প্রতিনিধি হিসেবে থাকবেন।

বিসিবির নির্বাচন কমিশন ২৬ সেপ্টেম্বর আসন্ন বোর্ড অব ডিরেক্টরের নির্বাচনের জন্য ১৯১ কাউন্সিলরের চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করে। ৬ অক্টোবর হবে বিসিবি নির্বাচন। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়