News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ইনজুরিতে ছিটকে গেলেন রাফিনিয়া-গার্সিয়া, বড় ধাক্কায় বার্সেলোনা

ইনজুরিতে ছিটকে গেলেন রাফিনিয়া-গার্সিয়া, বড় ধাক্কায় বার্সেলোনা

ছবি: সংগৃহীত

লা লিগার মৌসুম শুরুর দিকেই বড় ধাক্কায় পড়ল বার্সেলোনা। লামিনে ইয়ামালের ইনজুরি কাটিয়ে ফেরার আনন্দ শেষ হতে না হতেই নতুন দুই চোটে ভাবনায় পড়েছেন কোচ হান্সি ফ্লিক। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় রাফিনিয়া ও গোলকিপার জোয়ান গার্সিয়া ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেছেন।

গত রাতে রিয়াল ওভেইদোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। বার্সেলোনার অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, তার ডান উরুর মাংসপেশিতে সমস্যা দেখা দিয়েছে। ফলে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী এই তারকাকে।

এর চেয়েও বড় ধাক্কা এসেছে গোলপোস্টে। অনুশীলনের সময় বাঁ হাঁটুর ইন্টারনাল মেনিসকাস ছিঁড়ে গেছে জোয়ান গার্সিয়ার। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে অস্ত্রোপচার করতে হবে এবং চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তার অনুপস্থিতিতে গোলপোস্ট সামলাবেন ভয়েচেক সেজনি।

আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী পাকিস্তান

মৌসুমের শুরুতেই এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো বার্সেলোনার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। গার্সিয়াকে পাওয়া যাবে না মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে, চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে ছাড়াই নামতে হবে দলকে। এছাড়া লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষেও গার্সিয়া অনুপস্থিত থাকবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়