News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০৯:৫৮, ৩ মার্চ ২০২০

আমি কি চোর: প্রশ্ন মাশরাফির

আমি কি চোর: প্রশ্ন মাশরাফির

আইসিসি ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপে ভালো সময় কাটেনি মাশরাফি বিন মর্তুজার। বাজে ফর্মে কারণে পারফরম্যান্সে নানা সমালোচনা হজম করতে হয়েছে তাকে। এ নিয়ে এতদিন তেমন কিছু বলতে শোনা যায়নি তাকে। বিশ্বকাপের ৭ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামছেন তিনি।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে সেই একই প্রশ্ন? এবার আর তিনি চুপ থাকতে পারলেন না ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, ‘খেলার সঙ্গে আত্মসম্মান আমি মেলাতে পারি না। আমি কি চোর? আমার লজ্জ্বা লাগবে কেন? আত্মসম্মানে লাগবে কেন? আমি কি মাঠে চুরি করি? আমি তো দেশের জন্য খেলি। খেলতে পারি না, আমাকে বাদ দিয়ে দেওয়া হবে। আমার লজ্জা কিসের? কতজন চুরি করছে। তাদের তো কেউ এ প্রশ্ন করে না।’

জিম্বাবুয়ের বিপক্ষে তার দলে থাকা নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। পরে তাকেই অধিনায়ক রাখা হলেও এটাই ‘অধিনায়ক’ হিসেবে তার শেষ সিরিজ সেটাও জানিয়ে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এমন পরিস্থিতি মাশরাফির দীর্ঘ ক্যারিয়ারে প্রথম।

জবাবে মাশরাফি বলেন, ‘এত প্রশ্ন থাকতে বার বার অবসরের বিষয় নিয়ে প্রশ্ন কেন? অবসরের বিষয়ে কিছু বললে বোর্ডকে বলব। একইপ্রসঙ্গে বারবার আসা বিরক্তিকর। আমি উইকেট না পেতে পারি, এ জন্য আমার সমালোচনা আপনারা করবেন, সমর্থকরা করবে। লজ্জা পেতে হবে কেন? আমি কি বাংলাদেশের হয়ে খেলছি, নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি যে আমাকে লজ্জা পেতে হবে? সুতরাং এই বিষয়টির সঙ্গে আমি মোটেও একমত না।’

বিসিবি সভাপতির বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘সবারই একটা বয়স আছে, যখন মুশফিক, তামিমরাও এই বয়সটিতে যাবে। তখন নতুন খেলোয়াড়দের সঙ্গে পারফরম্যান্স মেলাবেন। ক্রিকেট বোর্ড সভাপতি যেটা বলেছেন সেটা আপনাদের জন্য যথেষ্ট। আমার সঙ্গে কি কথা হয়েছে, সেটা বলার প্রয়োজন মনে করছি না।’

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়