News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৭:৫০, ২৯ ফেব্রুয়ারি ২০২০

ট্রাম্পের মুখে ফখর জামানের নামের উচ্চারণ শুনতে চান ভন

ট্রাম্পের মুখে ফখর জামানের নামের উচ্চারণ শুনতে চান ভন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চারণ বিভ্রাট নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মশকরা। তাতে যোগ দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। টুইটারে তিনি লিখেছেন– ট্রাম্প পাকিস্তানে গিয়ে ক্রিকেটার ফখর জামানের নাম কীভাবে উচ্চারণ করেন, সেটি দেখতে চাই।

দুদিনের সরকারি সফরে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর প্রথম দিন সোমবার গুজরাটের মোতেরা স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে 'স্বামী বিবেকানন্দ'-এর নাম উচ্চারণ করতে গিয়ে কার্যত দাঁত ভেঙে ফেলেন তিনি। অনেক কষ্টে বলেন, 'বিবেকামুন্নন'।

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলির নামও ঠিকঠাক বলতে পারেননি ট্রাম্প। শচীনকে বলে ফেলেন, শুচীন'। মার্কিন মুলুকের সঙ্গে সচরাচর সদ্ভাব বজায় রাখলেও ব্রিটিশরা বরাবরই একটু নাক উঁচু।

উচ্চারণ-বিভ্রাট নিয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর প্রেসিডেন্টকে খোঁচা দিতে ছাড়েননি ভন। তার টুইট, ট্রাম্পের পাকিস্তান সফর দেখতে মুখিয়ে আছি। সেখানে ফখরের নাম তিনি কীভাবে উচ্চারণ করেন, তা দেখতে তর সইছে না। জি নিউজ

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়