News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৬, ১৪ জানুয়ারি ২০২০
আপডেট: ০৯:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

পাকিস্তানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেতে যাচ্ছে টাইগাররা

পাকিস্তানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেতে যাচ্ছে টাইগাররা

অবশেষ পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন দফায় পাকিস্তান সফরে দুটি টেস্ট একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে যাবে টাইগাররা। মঙ্গলবার সন্ধায় এক সংবাদ বিজ্ঞেপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

সফরে ২৪,২৫ ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলতে যাবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে দ্বিতীয় দফায় টেস্ট খেলতে যাবে টাইগাররা। প্রথম টেস্ট ৭ ফেব্রুয়ারি এবং এক মাত্র ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ এপ্রিল।

পাকিস্তান সফরে নিয়ে অনেক নাটকের পর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দুই দিন আগেই বিসিবির বোর্ড সভা শেষে বিসিবির সভাপরি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যকে জানান, সরকারের পক্ষ্য থেকে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলার অনুমতি মেলেনি। বিসিবির এই সিদ্ধান্তে ঠিক এক দিন পরেই এই সিদ্ধান্ত জানায় বিসিবি।

বাংলাদেশের পাকিস্তন সফর একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় পিসিবি। সেখানে পিসিবির চেয়ারম্যান এহসান মানি বলেন, আমি বেশ আনন্দিত যে আমরা বেশ ভালো একটা সমঝোতায় এসেছি যা ক্রিকেটের মত একটি খেলার বৃহত্তর স্বার্থে আমাদের মত দুটি গর্বিত ক্রিকেট খেলুড়ে দেশকে একমত করেছে। আমি আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে ধন্যবাদ দিতে চাই। যে নেতৃত্ব উনি দেখিয়েছেন এবং দুদেশে খেলাধুলা অব্যাহত ও সমৃদ্ধ করা নিশ্চিত করার জন্য।

পিসিবির সিইও ওয়াসিম খান বলেন, এটা দুই বোর্ডের জন্যই জয়ী ফলাফল বলা যায়। আমি আনন্দিত যে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা এখন শেষ এবং আমরা ম্যাচগুলো মসৃণভাবে আয়োজনের পরিকল্পনা করতে পারি। বাংলাদেশ তিনবার পাকিস্তান সফর করবে, যা তাদের এই স্বাচ্ছন্দ্য দেয় যে পাকিস্তান অন্য যে কোনও ক্রিকেট খেলুড়ে দেশের মতোই নিরাপদ ও সুরক্ষিত।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়