News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২২, ১০ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০১:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

বিপিএলে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবি

বিপিএলে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবি

বঙ্গবন্ধু বিপিএলে ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের নেতৃত্বভার দেয়া হয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে। মঙ্গলবার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলন করে দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। 

বিপিএলে এবার তারুণ্যনির্ভর দল গড়েছে রংপুর। মোস্তাফিজ, তাসকিন, নাঈম শেখ, জাকির হাসান, সঞ্জিত সাহার মতো তরুণ ক্রিকেটার আছেন দলটিতে। অভিজ্ঞদের মধ্যে আছেন আরাফাত সানি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, ফজলে রাব্বিরা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে নবি ছাড়াও শাই হোপ, মোহাম্মদ শেহজাদ, জুনায়েদ খান, লুইস গ্রেগোরি, ক্যামেরন ডেলপোর্ট থাকছেন।

রেঞ্জার্সের নেতৃত্ব পাওয়ার পর নবি সাংবাদিকদের বলেন, ‘রংপুর রেঞ্জার্সের অধিনায়ক হিসেবে আমার উপর আস্থা রাখায় টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। একটি উইনিং কম্বিনেশন তৈরিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মেধাবী বাংলাদেশি ও বিদেশিদের নিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল করেছি। লিগে ভালো ফলাফলের জন্য আমাদের সেরাটাই দেব।’

বোলিংয়ে দারুণ শক্তিশালী রংপুর। তাসকিন-মোস্তাফিজ-জুনায়েদকে ঘিরে বড় প্রত্যাশাই করছেন অধিনায়ক, ‘আমাদের বোলিং সাইডের জন্য একটি ভালো সুবিধা (তিন পেসার), ওরা থাকায় আমাদের দল একটি ভালো শক্তিশালী বোলিং ইউনিট হিসেবে খেলতে পারবে। মোস্তাফিজ-তাসকিন ছাড়াও জুনায়েদ আছে, সেও খুবই ভালো। এটা শক্তিশালী বোলিং সাইড। আমরা কিছু রান বোর্ডে তুলতে চেষ্টা করব। এবং বোলিংটা ভালো করতে চেষ্টা করব।’

নিউজবাংলাদেশ.কম/এসএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়