News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৫, ১৭ অক্টোবর ২০১৯
আপডেট: ১৮:৪৪, ১৭ জানুয়ারি ২০২০

নভেম্বরে বাংলাদেশ-ভারত টেস্টে ইডেনে থাকতে পারেন হাসিনা-মোদি

নভেম্বরে বাংলাদেশ-ভারত টেস্টে ইডেনে থাকতে পারেন হাসিনা-মোদি

আগামী মাসেই টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দুটি টেস্ট ম্যাচের একটি অনুষ্ঠিত হবে কলকাতায়। সেই টেস্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। খবর এই সময়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইডেন টেস্টে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছে সিএবি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আমন্ত্রণপত্র বাংলাদেশে পৌঁছেছে বলে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন সূত্র এই সময়কে জানিয়েছে। 

ভারতের মাটিতে এই প্রথম টেস্ট ও টি-২০ মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে একটিমাত্র টেস্ট খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এবার তিনটি টি-২০ ছাড়াও ২টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ১৪ নভেম্বর প্রথম টেস্ট হবে ইন্দোরে এবং ২২ নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে কলকাতায়।

উল্লেখ্য, চলতি অক্টোবর মাসেই ভারতে সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। তার সেই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে সাতটি চুক্তি সাক্ষরিত হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়