জয় নিয়েই দেশে ফিরতে চায় আফগানরা
বাংলাদেশ সফরে এক মাত্র টেস্টে বড় ব্যবধানে জয়ের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিততে মিরিয়া আফগানরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরে শেরে-ই- বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছে তারা। টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন এই টুর্নামেন্টেই। তবে সর্বশেষ দুই ম্যাচ হেরে ফাইনালে নামতে হচ্ছে আফগানদের। তাই ফাইনালের আগে কিছুটা চাপে রয়েছে তারা।
ফাইনালের আগের দিন আজ সোমবার মিরপুরে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে নিজের ইনজুরি নিয়ে বলেন,“এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছিনা। গতকাল আর আজকে বেশ কিছু কাজ করেছি। আশা করছি সেগুলো কাজ করবে। আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’
ফাইনালে আফগানিস্তান ফেভারিট কিনা এমন প্রশ্নে বিশ্বসেরা এই স্পিনার বলেন,‘আমরা গত ৪-৫ বছর ধরে ভালো ক্রিকেট খেলছি, বিশেষ করে টি-টোয়েন্টিতে। আমরা যদি সেরাটা খেলতে পারি তবে যেকোনো দলকে হারাতে পারি। দলে প্রতিভাবান কিছু ক্রিকেটার আছে। শুধুমাত্র শান্ত থেকে পারফর্ম করতে হবে।’
এ সময় রশিদ খান শিরোপা জয়ের বিষয়ে বলেন,‘ আমার বল করা উচিৎ নয়। কিন্তু দলের প্রয়োজনে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর যদি তা নিজ দেশের জন্য হয়, তাহলে তো আরও বেশি জরুরি। আমি আজগর আফগানের কথা বলবো। বিশ্বকাপের বাছাইপর্বের সময় অপারেশন থেকে ফিরে চার দিনের মাথায় এসে সে বললো যে আমি খেলবো। অন্যদের শিক্ষা নেওয়া উচিৎ। আমি মনে করি ম্যাচ খেলার জন্য যদি ১০ ভাগও ফিট থাকি তবে খেলা উচিৎ। আমি খেলার পক্ষেই কথা বলবো। কারণ আমি দেশকে ভালবাসি।’
টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে আফগানিস্তান। কিন্তু অধিনায়ক জানান, ‘আমি মনে করি না আমরা পিছিয়ে আছি। কালকের ম্যাচের দিকে মনযোগী হতে চাই। লিগ পর্বের ম্যাচ অতীত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো এটা ফাইনাল ম্যাচ। আগে জিতেছেন না হেরেছেন এটা কোনো ইস্যু তৈরি করে না।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে








