আজ ঈদে মিলাদুন্নবী (সা.)
ছবি: সংগৃহীত
আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। বিশ্বজুড়ে মুসলমানরা এ দিনটি ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করছেন। বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কায় কুরাইশ বংশে জন্ম নেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। জন্মের আগেই পিতৃহারা এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন তিনি।
উপমহাদেশে মিলাদুন্নবী পালনের ঐতিহ্য রয়েছে চার শতাব্দী ধরে। সুন্নি মতাদর্শী আলেমরা এ দিন শরিয়তসম্মতভাবে পালনের তাৎপর্য তুলে ধরলেও কিছু আলেম ভিন্নমত পোষণ করেন। তবে সাধারণভাবে মুসলমানরা এ দিনে মিলাদ, নফল রোজা ও ধর্মীয় বয়ানে গুরুত্ব দেন।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি তার বাণীতে মহানবী (সা.)-এর জীবনাদর্শকে সাম্য, ন্যায়ভিত্তিক সমাজ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার দিকনির্দেশনা হিসেবে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, নবী করিম (সা.)-এর শিক্ষা ও সুন্নাহ আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে।
আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠানের উদ্বোধন হয়। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর মতো প্রধান শহরে নিরাপদে জামাত ও শোভাযাত্রা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








