ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
ফাইল ছবি
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে রবিবার দেখা না যাওয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী এই বছর ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।
রবিবার (২৪ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভা ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
প্রতি বছর আরবি ১২ রবিউল আউয়াল হিজরি বর্ষ অনুযায়ী মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস হিসেবে পালন করা হয়। এবছর চাঁদ দেখা না যাওয়ায় রবিউল আউয়াল মাস ৩০ দিনে শেষ হচ্ছে।
ঈদে মিলাদুন্নবী অর্থাৎ মহানবী (সা.)’র জন্মদিনের আনন্দ উৎসব। মুসলমানরা এই দিনে হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) স্মরণ করে।
আরও পড়ুন: নামাজের সময় মোবাইল বেজে উঠলে কী করবেন?
উল্লেখ্য, হিজরি ১২ রবিউল আউয়াল ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে হজরত মুহম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালেই তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








