News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৩, ১ অক্টোবর ২০২৫
আপডেট: ১২:৩৩, ১ অক্টোবর ২০২৫

হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষা করতে সজাগ থাকতে হবে: হাসনাত আব্দুল্লাহ

হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষা করতে সজাগ থাকতে হবে: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে হিন্দু-মুসলিমের সম্প্রীতি নষ্ট করতে একটি অপশক্তি সব সময় ফাঁদ পেতে থাকে। তারা সংঘর্ষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে যেন সেই ফাঁদে না পা দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গত বছর দুর্গাপূজার আগে ভয়-ভীতি দেখানো হলেও বাস্তবে কিছু ঘটেনি। এবারও অপশক্তি নানা চেষ্টা করেছে, কিন্তু শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। ৫ আগস্টের পর মুসলিম ভাইয়েরা নিজেরাই মন্দির পাহারা দিয়েছেন। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃত উদাহরণ।

তিনি আরও বলেন, আপনার সম্প্রদায় ও আমার সম্প্রদায় বিশ্বাসগতভাবে আলাদা হতে পারে, কিন্তু সম্প্রীতির জায়গায় আমরা এক। সম্প্রীতির এই জায়গায় কোনো অপশক্তি যাতে প্রভাব ফেলতে না পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে ঐক্য বজায় রাখা জরুরি।

আরও পড়ুন: ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে: রিজভী

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আবহমানকাল ধরে আমরা এই সম্প্রীতি বজায় রেখে চলেছি এবং এটি আমাদের শক্তি। হিন্দু-মুসলমানের মধ্যে সংঘর্ষ লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা সব সময়ই হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।

পরিশেষে, তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়