News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৩:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ফাইল ছবি

দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) নিজ ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রবিবার থেকে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে তাদের ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের দীর্ঘকালীন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির এক অনন্য প্রকাশ।

তারেক রহমান আরও বলেন, একজন বাংলাদেশি হিসেবে এর ভেতর দিয়ে পরিস্ফুটিত হয় আমাদের ভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। আমাদের রাষ্ট্র ও সংবিধানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা রয়েছে। সুতরাং বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন-সম্পদ হরণ করে, এ ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী সতর্ক করে দিয়ে বলেছেন—কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।

তাছাড়া তিনি সতর্ক করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা পালন করা স্বাভাবিক এবং নৈতিক কর্তব্য। তবে শারদীয় উৎসবকে ঘিরে কেউ যেন সাম্প্রদায়িক অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানাই।

আরও পড়ুন: ‘গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে স্বৈরাচারের আবির্ভাব হতে পারে’

তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে এবং নিরাপদে সারাদেশে উৎসব উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।

সবশেষে তিনি আবারো বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র শতাধিক হিন্দু পরিবারের মধ্যে পূজার উপহার বিতরণ করা হয়েছে। শনিবার তুরাগ থানার রানাভোলা ইউনিয়ন পরিষদ মাঠে হিন্দু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর এই উপহার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চান মিয়া ব্যাপারী, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোস্তফা জামান বলেন, বিএনপি সারা দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। শারদীয় দুর্গাপূজার মতো বড় উৎসবে অসহায় হিন্দু ভাই-বোনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তুরাগে অনেক হিন্দু পরিবার রয়েছে, যারা কারও কাছে সাহায্য চাইতে পারে না। এই উৎসবকে ঘিরে তারেক রহমানের নির্দেশ ছিল তাদের পাশে দাঁড়ানো। আমি সেই নির্দেশনা পালন করেছি এবং শতাধিক পরিবারের মাঝে শারদীয় দুর্গাপূজার উপহার বিতরণ করতে পেরেছি।

তিনি আরও সতর্ক করেন, হিন্দু সম্প্রদায়ের এই উৎসবকে কেন্দ্র করে কিছু মহল দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে। দলের নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পাড়া-মহল্লায় পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতে হবে, যাতে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের কোনো ক্ষতি না হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়