News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২২, ১৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৫, ১৮ জানুয়ারি ২০২০

নির্বাচন নিয়ে আদালতের রায় বাস্তবায়নযোগ্য নয়: বিএনপি

নির্বাচন নিয়ে আদালতের রায় বাস্তবায়নযোগ্য নয়: বিএনপি

ঢাকা: নির্বাচনের ফর্মুলা নিয়ে উচ্চ আদালতের রায় ও পর্যবেক্ষণ বাস্তবভিত্তিক নয় বলে মন্তব্য করেছে বিএনপি। তবে দলটি এ রায়ে আশান্বিত হয়েছে উল্লেখ করে জানায়, দেশে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রয়োজনীতা এ রায়ে প্রকাশ পেয়েছে।
 
রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, ‘দেশে যে একটি রাজনৈতিক সংকট বিরাজ করছে এই রায়ের পর্যবেক্ষণে জনগণের মনোভাবই প্রকাশ পেয়েছে। তবে এটা বাস্তবায়নযোগ্য নয়। এরপরও আমরা আশা করবো সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করবে। একইসঙ্গে সমাধানে উদ্যোগ নেবে।’

তিনি বলেন, ‘বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি না চললেও সরকারের অবস্থা খুব একটা ভালো নেই। সরকার ক্রমশ ক্ষয়িঞ্চু হয়ে পড়ছে। তারা ভেতরে ভেতরে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে।’

রিপন আরো বলেন, ‘শাসক দলের ইনফাইটিংয়ে প্রতিনিয়ত নিজেদের নেতাকর্মী মরছে। এ পর্যন্ত প্রায় সাত শতাধিক নেতাকর্মী খুনের শিকার হয়েছেন। দেশে সর্বত্র খাই খাই অবস্থা বিরাজ করছে। যা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই স্বীকার করেছেন।’
 
চাটার দল থেকে বের হতে সরকার ও আওয়ামী লীগের মতো একটি পুরনো দলকে বিএনপি সহযোগিতা করতে চায় এমনটা জানিয়ে রিপন বলেন, ‘সরকারকে সংকট থেকে বের করে আনতে বিএনপি সুযোগ করে দিতে চায়। তা হলো সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন।’
 
এক প্রশ্নের জবাবে রিপন বলেন, ‘খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে কোনো আলোচনা হচ্ছে বলে আমরা শুনিনি। কারো জন্মদিন পালন একান্তই তার ব্যক্তিগত বিষয়। কোনোদিন নিজের জন্মদিন ঘটা করে পালন করার পক্ষপাতি নন তিনি। তবে নেতাকর্মীদের আবেগকে প্রাধান্য দিয়ে তিনি এ আয়োজনে অংশ নিয়ে থাকেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহসম্পাদক জন গোমেজ, সহদপ্তর আসাদুল করিম শাহীন, সাবেক এমপি হেলেন জেরিন খান, লায়লা বেগম প্রমুখ।

নিউজবাংলাদেশ/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়