News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২৫

প্রহসনের মাধ্যমে স্বৈরাচার পুনর্বাসিত হচ্ছে: ডা. জাহিদ

প্রহসনের মাধ্যমে স্বৈরাচার পুনর্বাসিত হচ্ছে: ডা. জাহিদ

ছবি: সংগৃহীত

ডাকসু ও জাকসু নির্বাচনে ভোট গ্রহণের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে শুধু ছাত্রদল নয়, অন্যান্য প্যানেল ও প্রার্থীরাও সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলানগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত নয়, যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে বা দ্বিধা তৈরি হবে, প্রতিদ্বন্দ্বী দলগুলো সরে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। ২০০৯ সালে মানুষ ভোট দিতে পেরেছিল, কিন্তু ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে, আর ২০২৪ সালে ‘আমি-ডামি’ নির্বাচন হয়েছে। এই ধারাবাহিকতা থেকে জনগণের আস্থা নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, কয়েক যুগ পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের দাবি-দাওয়া আদায়ের জন্য নির্বাচন আয়োজন করা হলেও সেগুলো প্রহসনের রূপ নিয়েছে। এর মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হচ্ছে। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে।

আরও পড়ুন: টোকিও পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

বিএনপির এই নেতা অভিযোগ করেন, পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চাইছে। তাই নির্বাচন আয়োজকদের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। বিভেদ-বিভাজন কাউকে শক্তিশালী করে না। মনে রাখতে হবে, ঐক্যের কারণেই স্বৈরাচার পালিয়েছে। এখন যদি কেউ প্রহসনমূলক আয়োজন করে বিভাজন সৃষ্টি করে, তবে সেটি স্বৈরাচারকে পুনর্বাসিত করার শামিল।

তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিভেদ-বিভাজন স্বৈরাচারের ফেরার পথ সুগম করবে। কিন্তু ঐক্যবদ্ধ থাকলে তা সম্ভব হবে না। এখনও সময় আছে, সবাইকে ঐক্যের রাজনীতিতে আসতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে এবং জনগণের ওপর আস্থা রাখতে হবে।

নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বামেও যাবেন না, ডানেও যাবেন না। নিরপেক্ষ অবস্থান অবলম্বন করুন। ভোটার ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলুন। নিরপেক্ষতা দিয়েই প্রমাণ করুন আপনার অবস্থান কী ছিল, ভবিষ্যৎ আপনাদের স্বীকৃতি দেবে।

এ সময় জাহিদ হোসেন ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল ইসলাম এবং জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়