News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৩, ১৪ আগস্ট ২০১৯
আপডেট: ২০:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে

সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে

পশ্চিমবঙ্গের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত এ অভিনেতা। বুধবার সকালে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায় তার। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

কলকাতার গণমাধ্যম চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল।

প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত। বয়সের কথা মাথায় রেখে তার অন্যান্য শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়