News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১০, ১৪ আগস্ট ২০১৯
আপডেট: ০২:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

মিয়ানমারে ভূমিধসে নিহত বেড়ে ৬১

মিয়ানমারে ভূমিধসে নিহত বেড়ে ৬১

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে তীব্র বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার দেশটির দমকল বাহিনী জানায়, দেশটির মোন রাজ্যে ভূমিধসের এ ঘটনায় সেখান থেকে অন্তত ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে মাটি চাপা পড়াদের মধ্য থেকে আর কারো জীবিত থাকার সম্ভাবনা কম বলে মনে করছেন দমকল বাহিনীর সদস্যরা।

ভূমিধসে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এতে স্থানীয় দেড় শতাধিক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

এছাড়া বর্ষার মৌসুমে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এক সপ্তাহেই বাড়িঘর হারান প্রায় ৭ হাজার মানুষ।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়