News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১২, ১১ জুলাই ২০১৫
আপডেট: ১৯:০১, ১৯ জানুয়ারি ২০২০

ছিটমহলের জমি কেনা-বেচায় নিষেধাজ্ঞা

ছিটমহলের জমি কেনা-বেচায় নিষেধাজ্ঞা

ঢাকা: বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহলে আগামী ১ আগস্ট পর্যন্ত জমি ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উভয় দেশের প্রশাসন।

ছিটমহল বিনিময় চূড়ান্ত হলে এসব ছিটমহলের বাসিন্দারা যদি অন্য দেশের নাগরিক হতে চায়, তাহলে বর্তমান স্থানের জমিজমা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিসাপেক্ষে বিক্রি করে নগদ অর্থ যে দেশের নাগরিক হতে চায়, সে দেশে নিয়ে যেতে পারবেন।

বাংলাদেশের পক্ষে ছিটমহল বিনিময় সমন্বয়কারী পরিষদের সভাপতি মো. মইনুল ইসলাম জমি ক্রয়-বিক্রয় সর্ম্পকে নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক ও যৌথ ছিটমহল জরিপ কাজের নেতৃত্বদানকারী খান মোহাম্মদ নুরুল আমীন জানান, গত ১৬ জুন কলকাতায় বাংলাদেশ ও ভারত জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ১ আগস্ট পর্যন্ত ছিটমহলের জমি ক্রয় বিক্রয়-সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়