News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫০, ২৯ জানুয়ারি ২০১৯
আপডেট: ১৩:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২০

চট্টগ্রামে ছাত্রী ধর্ষণে সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রামে ছাত্রী ধর্ষণে সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ছবি প্রতীকী

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন একজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। 

সোমবার গভীর রাতে নগরীর ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন। ওই ঘটনায় শ্যামল দে নামে আরো একজন গ্রেপ্তার হয়েছেন। তারা দুজনই পেশায় গাড়ি চালক।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন এই তথ্য জানিয়েছেন।

গত ২৭ জানুয়ারি এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় শাহাবুদ্দিন ও শ্যামল জড়িত বলে অভিযোগ রয়েছে। 

ওসি মহসিন বলেন, “গতকাল তারা ওই মেয়েটিকে আবার তুলে নেয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করলেও তারা পালিয়ে যায়।”

তিনি বলেন, “পরে রাতে চকবাজারের ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে শ্যামলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে শাহাবুদ্দিনকে ধরতে ফিরিঙ্গিবাজারে যায় পুলিশের একটি দল।”

ওসি আরো বলেন, “মেরিনার্স রোডে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। পরে সেখানে শাহাবুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

পুলিশের ভাষ্য, এই অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়