আন্তর্জাতিক ভলিবলের আসর প্রথম বাংলাদেশে
ঢাকা: প্রথমবার দেশের মাটিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা ২০১৫। স্বাগতিক বাংলাদেশসহ এশিয়ার আটটি দেশ এ প্রতিযোগিতায় অংশ নেবে। শুক্রবার বিওএর ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম, মিডিয়া অ্যান্ড পাবলিসিটি কমিটির চেয়ারম্যান আতিকুল করিম খান (লিপু), সিনিয়র সহসভাপতি এ এইচ আসলাম সানি, সহসভাপতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
শনিবার বিকেল তিনটায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন হবে। ছয়দিন ব্যাপী প্রতিযোগিতা চলবে শনিবার ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত।
প্রতিযোগিতা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফালে আহমেদ। এছাড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন সিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ হাসান রাসেল।
প্রতিযোগিতায় বাংলাদেশসহ এশিয়ার আটটি দেশ অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো-বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান। প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলো ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
আটটি দেশে দুগ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিগ্রুপের শীর্ষ থাকা দুটি দল সেমিফাইনালে মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দুটি দল ফাইনালে অংশ নেবে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








