দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৮৪৬, বহিষ্কার ১
দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে আটটি জেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষায় ৮৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
দিনাজপুর শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক খম রফিকুল ইসলাম জানান, প্রথম দিনের এইচএসসি পরীক্ষা মোট ১৮২ টি কেন্দ্রে কোনো প্রকার গোলযোগ ছাড়াই সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় মোট ৭৫ হাজার ১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ হাজার ১৫৫ জন অংশগ্রহণ করে। ৮ জেলার এসব কেন্দ্রে মোট ৮৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর অসুদপায় অবলম্বন করায় গাইবান্ধা জেলায় একজনকে বহিষ্কার করা হয়েছে। এই পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার মোট ৫৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
এদিকে এইচএসসি পরীক্ষা শুরুর পরে সকালে দিনাজপুর মহিলা কলেজ পরিদর্শন করেন দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান। এসময় দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার রুহুল আমিনসহ শিক্ষাবোর্ড ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম