ভারতে যাত্রিবাহী বাসে লরির ধাক্কায় নিহত ১৯
 
									
															ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুরে বাস-লরির সংঘর্ষে কমপক্ষে ১৯ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় পুলিশ জানায়, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল। সেই সময়েই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি লরি। সেই লরি থেকেই একটি কন্টেইনার বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে ঘটে ওই দুর্ঘটনা । কেরালা সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্ণাকুলামের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন তারা।
এদিকে ট্রাকটির চালককে এখনো আটক করতে পারেনি পুলিশ। তার খোঁজে সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ






































