News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৭, ২২ জানুয়ারি ২০২০
আপডেট: ২২:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

চাটার্ড বিমানে রাতে পাকিস্তানে উড়াল দিচ্ছে টাইগাররা

চাটার্ড বিমানে রাতে পাকিস্তানে উড়াল দিচ্ছে টাইগাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাটার্ড বিমানে পাকিস্তান সফরে যাচ্ছে টিম বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে বুধবার রাত ৮ টায় লাহোরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। লাহোরে পৌঁছে ২৪ জানুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ জানুয়ারি দ্বিতীয় ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত তৃতীয় ও ম্যাচটি।

প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এদিকে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (২১ জানুয়ারি) শেষ হয়েছে টিম বাংলাদেশের তিন দিনের প্রস্তুতি। 

উল্লেখ্য, তিন ধাপে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম ধাপে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। দ্বিতীয় ধাপে একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে টাইগাররা। শেষ ধাপে পাকিস্তানে গিয়ে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল।

নিউজবাংলাদেশ/এসএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়