পুলিশের হেডকোয়ার্টারের জরুরি বার্তা
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জরুরি বার্তা দেওয়া হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) রাত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে জানানো হয়েছে, অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন করার শেষ সময়সীমা ২৫ আগস্ট নির্ধারিত।
পোস্টে আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখের পর অনলাইন সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাই পরে কোনো আবেদন করার সুযোগ থাকবে না।
আরও পড়ুন: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা
প্রার্থী যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








