মাইলস্টোন দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু

ফাইল ছবি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন সাহিল ফারাভি আয়ান (১৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আয়ানের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই কিশোরের।
একই ঘটনায় অন্তর্বর্তী সরকার ৯ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে কমিশনের গঠন এবং কার্যপরিধি জানানো হয়। কমিশনকে আগামী চার সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এই দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন, এবং তারা আইসিইউতে চিকিৎসাধীন।
আরও পড়ুন: উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনা: তদন্তে ৯ সদস্যের কমিশন গঠন
শনিবার (২৬ জুলাই) রাতে দগ্ধদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি চিকিৎসকদের দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
অন্যদিকে দুর্ঘটনার পরে এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান কার্যক্রম শুরু হয়নি। আহতদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য রবিবার ও সোমবার (২৭ ও ২৮ জুলাই) অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এসবি