দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার দুপুর পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
এদিন সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ, যা ভ্যাপসা গরমের ইঙ্গিত দেয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতিতে ছাতা এবং প্রয়োজনীয় সতর্কতা নিয়ে বাইরে বের হওয়া উচিত। বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি