News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ২৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:৪৪, ২৩ আগস্ট ২০২৫

১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদ ইসহাক দার। সংগৃহীত ছবি

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

শনিবার (২৩ আগস্ট) দুপুরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এটি। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” বলা হয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, এর আগে গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকায় এসেছিলেন। তার ধারাবাহিকতায় এবার দার এসেছেন দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে।

রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। আলোচনায় ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি ও নাগরিক চলাচল সহজীকরণসহ নানা বিষয় প্রাধান্য পাবে।

আরও পড়ুন: ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: শফিকুল আলম

সফরের দ্বিতীয় দিনে দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়