News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৯, ২২ আগস্ট ২০২৫

সেতু কর্তৃপক্ষের ২৭০ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

সেতু কর্তৃপক্ষের ২৭০ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ২৭০টি ফ্ল্যাট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ফ্ল্যাট বরাদ্দে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত প্রতিবেদন দুদকের কাছে পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করল সরকার

সভায় সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাটগুলো এবং সেতু কর্তৃপক্ষের নির্মাণাধীন আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় ওই এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিয়াম স্কুল, ঢাকার সঙ্গে সেতু কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়