রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে তার আশাবাদ প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সহায়তার পরিমাণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রফেসর ইউনূস বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের সম্মেলন একটি সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে। তিনি পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য অ্যান্ড্রুজকে তার প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন।
এ সময় অ্যান্ড্রুজ রাখাইন অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করার জন্য জাতিসংঘ মহাসচিবের মানবিক চ্যানেল প্রতিষ্ঠার উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে হতাশা প্রকাশ করেন।
অ্যান্ড্রুজ বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, “রোহিঙ্গাদের আতিথেয়তা ও সমর্থন দেওয়ার জন্য বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্ব গুরুত্বপূর্ণ।”
তিনি স্মরণ করান, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তিনি পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার জন্য জাতিসংঘের বিশেষ প্রতিবেদককে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকালে তিনি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে দেশের নেতৃত্ব ধরে রাখার গুরুত্ব উল্লেখ করেন।
টম অ্যান্ড্রুজ রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত অংশীজন সংলাপে যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ওই সংলাপের উদ্বোধন করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








