মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২০ আগস্ট) রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ায় সার্ভিস।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৮ মিনিটের চেষ্টায় বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে ১৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না, তবে কোনো হতাহত হয়নি।’
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট কাজ করেছে। যানজট এবং রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
নজমুজ্জামান বলেন, সাততলা বস্তিতে ২ লাখের মতো পরিবার আছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রকৃত কারণ পরবর্তী সময়ে জানতে পারব।
এর আগে দুপুর ২টা ৩৭ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সড়কে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।
পরে বিকেল ৩টার দিকে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








