সাকার আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
বুধবার প্রধানবিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এদিন সালাউদ্দিন কাদের(সাকা)চৌধুরীর পক্ষে আদালতে পেপারবুক পাঠ করেন অ্যাডভোকেট এস এস শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
এর আগে গত ১৬ মে আদালতে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আপিল শুনানি শুরু করেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
২০১৩ সালের ২৯ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন।
২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম