News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৭, ১৩ জুন ২০১৯
আপডেট: ০১:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০২০

সৌদি আরবে ‘হালাল নাইট’ ক্লাব

বিদেশ ডেস্ক

সৌদি আরবে ‘হালাল নাইট’ ক্লাব

নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার ‘নাইট ক্লাব’ চালু করতে যাচ্ছে সৌদি আরব।  তবে এটা অন্য নাইট ক্লাবের মতো এটা হবে না। এটা হবে ‘হালাল নাইট’ ক্লাব। এখান খাবার সব হালাল হবে। সংবাদ: আরব নিউজ।

এ নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে নাচের ফ্লোর। নারী-পুরুষ সবার জন্য এ ফ্লোর উন্মুক্ত থাকবে। হোয়াইটের সব ধরনের সুযোগ-সুবিধাই এখানে পাওয়া যাবে। তবে এই নাইটক্লাবে মদজাতীয় পানীয় পাওয়া যাবে না। 

সৌদিতে মদ কেনাবেচা অবৈধ। আর কেউ যদি মদ কেনাবেচা করেন, তাকে শাস্তি পেতে হয়।

গত বুধবার সৌদি রাজপরিবারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

নাইট ক্লাবটি চালু করা হবে জেদ্দা শহরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি সরকারের নাইট ক্লাব চালুর উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন অনেকে। অনলাইনে বেশ চটুল আলোচনার জন্ম হয়েছে। অনেকেই এটা নিয়ে মজা করছেন। কারণ হালাল নাইট ক্লাবের ধারণাটি প্রথম। 

এতে থাকবে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জ। হালাল নাইটক্লাবে ওয়াটারফ্রন্ট থাকবে, এর সঙ্গে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা। ইলেকট্রনিক ডান্স মিউজিক, বাণিজ্যিক মিউজিক, হিপহপ মিউজিক উপভোগ করা যাবে হালাল নাইট ক্লাবে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়