পাইলটের উদ্দেশে বিমানযাত্রীর চিঠি
নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য পাইলটকে চিঠি লিখে ধন্যবাদ জানালেন এক যাত্রী।
গত সপ্তাহে ফ্রান্সের আল্পস পর্বতমালায় ১৫০ যাত্রীসহ বিমান বিধ্বস্ত হওয়ার পর ওই যাত্রীর মনে বিমান যাত্রায় ভয় ঢুকে যায়। বিমান বিধ্বস্ত হওয়ার ভয়ে পুরো সময় তিনি ছিলেন তটস্থ। কিন্তু নিরাপদে গন্তব্যে পৌছার পর তার মনে হয়েছে পাইলটকে ধন্যবাদ জানানো উচিত।
বেথানি নামে উদ্বিগ্ন ওই বিমানযাত্রী পাইলটের উদ্দেশে হৃদয়-স্পর্শী ভাষায় লেখেন, “আমাকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ অত্যন্ত নিরাপদে কাজটি করার জন্য।”
বেথানি আরও লেখেন, “দিনশেষে আমরা জীবনের রোলার কোস্টারে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি। আজ রাতে আমি হাসতে পারছি শুধু আপনারই কারণে।”
টুইটারে চিঠিটির ছবি শেয়ার করেছেন ওই পাইলটের বন্ধু পাইলট জেই ডিলন।
সঙ্গে তিনি লিখেছেন, “আমার সহকর্মীকে বিমানের একজন যাত্রীর লেখা চিঠি।”
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








