News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৮, ২৩ নভেম্বর ২০২৫

এবার ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প

এবার ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প

ফাইল ছবি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

রবিবার (২৩ নভেম্বর) খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে হওয়ায় দেশটিতে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। সাম্প্রতিক সময়েও বেশ কয়েকটি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববারই মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার দূরে, আন্দামান সাগরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, কেন্দ্রের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

এদিকে গত শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এতে ১০ জনের প্রাণহানি ও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়