News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন

উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন

ছবি: সংগৃহীত

বেশি প্রত্যাশিত ডট বাংলা (.বাংলা) এবং ডট বিডি (.বিডি) ডোমেইন সাধারণ ব্যবহারকারীদের জন্য দ্রুত উন্মুক্ত করা হবে। পাশাপাশি, দেশীয় ডিজিটাল অর্থনীতি চাঙ্গা করতে প্রথমবার বেসরকারি উদ্যোক্তাদের জন্য ডোমেইন রিসেলার সুবিধা চালু হচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডোমেইন রেজিস্ট্রির অধিকার থাকবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অধীনে। রিসেলার সুবিধার জন্য বর্তমানে এপিআই (API) তৈরি করা হচ্ছে।

ফয়েজ তৈয়্যব বলেন, এতদিন দেশে লক্ষ লক্ষ ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্ট হওয়ার কথা থাকলেও বাস্তবে হোস্টেড হয়েছে মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট। এর মধ্যে প্রায় ৩৭ হাজার সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার, যা .gov, .বাংলা ও .বিডি ডোমেইনের আওতায়। বেসরকারি ক্ষেত্রে দেশি ডোমেইনের ব্যবহার প্রায় শূন্য।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ‘বিদেশ ভ্রমণ হবে না’—এমন অজুহাতে খাতের অগ্রগতি আটকে রাখা হয়েছিল। ফলস্বরূপ, ডোমেইন নেইম ও হোস্টিংয়ের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে গেছে। নতুন পদক্ষেপের মাধ্যমে এই অর্থপ্রবাহ আংশিকভাবে হলেও বন্ধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: গেম খেলায় আটকে গেলে সহায়তা দেবে গুগলের জেমিনি এআই

এর পাশাপাশি, নতুন নীতিমালায় গুরুত্বপূর্ণ ডোমেইন এক্সটেনশনও উন্মুক্ত করা হবে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে .gov, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য .edu.bd এবং বেসরকারি ক্ষেত্রে .com.bd ডোমেইনের রিসেলার সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

ফয়েজ তৈয়্যব আরও জানান, .org, .bd সহ অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইন নিয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা চলমান, এবং দ্রুত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়