News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

গেম খেলায় আটকে গেলে সহায়তা দেবে গুগলের জেমিনি এআই

গেম খেলায় আটকে গেলে সহায়তা দেবে গুগলের জেমিনি এআই

ছবি: ইন্টারনেট

মোবাইল গেম খেলতে গিয়ে ধাপে ধাপে আটকে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। এবার সেই জট কাটাতে গুগল নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী জেমিনি এআই।

প্লে স্টোর থেকে ডাউনলোড করা গেমে যোগ হবে নতুন একটি ইন-গেম ওভারলে। এর মাধ্যমে খেলার মধ্যেই জেমিনির কাছে পরামর্শ চাওয়া যাবে, আলাদা কোনো উইন্ডো খুলতে হবে না। গুগল জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে নির্দিষ্ট কিছু গেমে এ সুবিধা চালু হবে।

জেমিনির ধরন অনেকটা মাইক্রোসফটের এক্সবক্স মোবাইল অ্যাপ ও উইন্ডোজ ১১–এর ‘গেমিং কোপাইলট’–এর মতো। খেলোয়াড়ের পর্দায় ঠিক কী ঘটছে তা বুঝে গেমের পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক পরামর্শ দেবে জেমিনি। চাইলে খেলোয়াড় কণ্ঠে প্রশ্ন করতে পারবেন, আর জেমিনি উত্তর শোনাবে।

শুধু সহায়তাই নয়, নতুন এই ওভারলে থেকে ব্যবহারকারীরা নিজেদের অর্জন, পুরস্কার ও অফারের তথ্যও দেখতে পারবেন।

গুগল আরও জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে গুগল প্লে গেমস অন পিসি। ২০২১ সালে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ উদ্যোগে এখন পিসি ও মোবাইল মিলিয়ে দুই লাখের বেশি গেম খেলার সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন: সমুদ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন

এ ছাড়া প্লে স্টোরে যুক্ত হচ্ছে গেমসংক্রান্ত কিছু নতুন সুবিধা। এর মধ্যে রয়েছে উন্নত গেম পেজ, যেখানে খেলোয়াড়েরা সহজেই নিজেদের খেলার অগ্রগতি, অর্জন ও ডেভেলপারের নতুন আপডেট দেখতে পাবেন। একই সঙ্গে নির্বাচিত কিছু দেশে গেমের প্লে স্টোর পেজেই প্রশ্ন করার সুযোগ চালু হবে। অন্য খেলোয়াড়েরা চাইলে সেসব প্রশ্নের উত্তর দিতে পারবেন। ফলে গেমকেন্দ্রিক ব্যবহারকারীদের মধ্যে গড়ে উঠবে পারস্পরিক সহায়তার পরিবেশ। সূত্র: দ্য ভার্জ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়