ব্লাড প্রেশারের অ্যালার্ট পাঠাবে অ্যাপল ওয়াচ

ছবি: সংগৃহীত
অ্যাপল ওয়াচে নতুন হাইপারটেনশন (ব্লাড প্রেশার) নোটিফিকেশন ফিচার আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে, যা মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সম্প্রতি অনুমোদন দিয়েছে।
এই ফিচারটি ওয়াচ সিরিজ ৯, আল্ট্রা ২ এবং তার পরবর্তী মডেলগুলোতে ওয়াচ-ওএস ২৬-এর সন্নিবেশিত হবে।
আরও পড়ুন: সোমবার থেকে উন্মুক্ত হচ্ছে অ্যাপলের আইওএস ২৬
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের মুখপাত্র জায়না খাচাদুরিয়ান জানিয়েছেন, এই ফিচারটি ওয়াচের বিদ্যমান অপটিক্যাল হার্ট সেন্সরের ডেটা ব্যবহার করে রক্তনালীতে হৃৎপিণ্ডের স্পন্দনের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবে। একটি অ্যালগরিদম ৩০ দিনের ডেটা পর্যালোচনা করে উচ্চ রক্তচাপের লক্ষণ শনাক্ত করলে ব্যবহারকারীদের সতর্ক করবে।
১৫ সেপ্টেম্বর ওয়াচওএস ২৬ অবমুক্ত হওয়ার সাথে সাথে এই ফিচারটি ১৫০টির বেশি দেশ ও অঞ্চলে চালু হবে। এই উদ্যোগ অ্যাপল ওয়াচকে স্বাস্থ্য পর্যবেক্ষণে আরও কার্যকর করে তুলবে।
নিউজবাংলাদেশ.কম/পলি