News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৫, ১৫ আগস্ট ২০২৫

মহাকাশে ‘সৌরনের চোখ’-এর মতো কাঠামো আবিষ্কার বিজ্ঞানীদের

মহাকাশে ‘সৌরনের চোখ’-এর মতো কাঠামো আবিষ্কার বিজ্ঞানীদের

মহাকাশ। ফাইল ছবি

অস্কারজয়ী সিনেমা লর্ড অব দ্য রিংস সিরিজে ডার্ক লর্ডের প্রতীক ছিল দ্য আই অব সৌরন। সিনেমার সেই চোখের মতো মহাকাশে এক অদ্ভুত কাঠামোর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এটি ব্লেজার থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। ব্লেজার হলো সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের মাধ্যমে সক্রিয় বিশেষ ধরনের গ্যালাক্সি। নতুন আবিষ্কৃত এই ব্লেজার পিকেএস ১৪২৪+২৪ কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এবং আকাশের উজ্জ্বলতম ব্লেজারের মধ্যে একটি।

বিজ্ঞানীরা প্রায় ১৫ বছরের রেডিও তথ্য পর্যবেক্ষণ ব্যবহার করে ব্লেজারের মহাজাগতিক জেটের ছবি তৈরি করেছেন। এই জেট ধীরে চলে, কিন্তু উচ্চ-শক্তির গামা রশ্মি ও মহাজাগতিক নিউট্রিনোর উজ্জ্বল উৎস হিসেবে এটি খ্যাত।

ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর রেডিও অ্যাস্ট্রোনমির প্রধান লেখক ইউরি কোভালেভ বলেন, “ছবিটি পুনর্গঠন করে আমরা খুব অবাক হয়েছি। ডোনাট আকৃতির টরয়েডাল চৌম্বকক্ষেত্রের একটি জেট সরাসরি আমাদের দিকে তাকিয়ে আছে। যেহেতু জেটটি পৃথিবীর দিকে সারিবদ্ধ, তাই উচ্চ-শক্তির রেডিও তরঙ্গ দেখা যায়।”

বিজ্ঞানী জ্যাক লিভিংস্টন যোগ করেন, “এই জেটের উজ্জ্বলতা ৩০ গুণ বা তার চেয়ে বেশি। ধীরে চলার মতো মনে হলেও, তা দৃশ্যমান ধাঁধার কারণে ধীরগতির মনে হচ্ছে।”

আরও পড়ুন: প্রথম আলোর শিক্ষার্থী ভেন্যুতে ওয়াই-ফাই জোন তৈরি করবে আম্বার আইটি

এই নতুন আবিষ্কার বিজ্ঞানীদের ব্লেজার জেটের গঠন ও চৌম্বকক্ষেত্রের মানচিত্র বোঝার প্রথম সুযোগ দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই মহাজাগতিক কাঠামোর বিভিন্ন কণা চরম শক্তি ধারণ করছে। আবিষ্কারের বিস্তারিত অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সূত্র: ডেইলি মেইল

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়