News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ২৭৯

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ২৭৯

ফাইল ছবি

সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪ জন, খুলনা বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জন রোগী অন্তর্ভুক্ত রয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৫,৩৩৭ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সবমিলিয়ে ৩৭,২০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪৭ জনের। বিশেষত, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া দুজন রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।

চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ডেঙ্গু এখন সারা বছরই রোগীর মধ্যে ছড়াচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহার, সচেতনতামূলক প্রচারণা এবং সকলের ব্যক্তিগত সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বাধিক ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়