News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩১, ৭ জুলাই ২০২৫

মুক্তির পথে সাগর-রুনির মৃত্যুরহস্য নিয়ে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’

মুক্তির পথে সাগর-রুনির মৃত্যুরহস্য নিয়ে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’

ছবি: সংগৃহীত

আলোচিত সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। নির্মাতা রায়হান রাফীর এ চলচ্চিত্রটি দীর্ঘ দেড় বছর আটকে থাকার পর সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির লক্ষ্যে নির্মিত হলেও, সেন্সর বোর্ডের আপত্তির কারণে ২০২৩ সালের ২৯ ফেব্রুয়ারি নির্ধারিত মুক্তি পিছিয়ে যায়। তৎকালীন সেন্সর বোর্ড ‘প্রদর্শন উপযোগী নয়’ বলে সিনেমাটি আটকে দেয়। পরে নতুন করে গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করা হলে, তারা ছাড়পত্র প্রদান করে।

‘অমীমাংসিত’ নির্মাণের শুরুর দিকেই জানা যায়, এটি সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি। টিজার প্রকাশের পর থেকেই অনেক দর্শকের ধারণা ছিল, এটি সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত। সেই টিজার প্রকাশের পর তৎকালীন সেন্সর বোর্ড জানিয়ে দেয়, ওটিটি কনটেন্ট হলেও এই ধরনের বিষয়বস্তুতে সেন্সর ছাড়পত্র আবশ্যক।

দুইবার বোর্ডে উপস্থাপন করেও প্রদর্শনের অনুমতি না পেয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতা প্রতিবাদ জানান। বিতর্ক ওঠে, ওটিটি কনটেন্টেরও সেন্সর ছাড়পত্র লাগবে কি না।

আরও পড়ুন: সন্তান প্রমাণে ২৪ লাখ টাকার ঘোষণা তিশার!

পরবর্তীতে সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেন্সর বোর্ড বিলুপ্ত করে গঠন করা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এ নতুন বোর্ডেই ‘অমীমাংসিত’ ছাড়পত্রের জন্য আবেদন করে প্রযোজনা সংস্থা। অবশেষে মিলেছে মুক্তির অনুমতি।

ওয়েব ফিল্মটির দুটি মূল চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। চলচ্চিত্রটি ঘিরে দর্শকমহলে ইতোমধ্যে উৎকণ্ঠা ও কৌতূহল তৈরি হয়েছে। মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়