News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৩, ৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৩৩, ৫ ডিসেম্বর ২০২৫

কাবিশের ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট স্থগিত

কাবিশের ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট স্থগিত

ছবি: সংগৃহীত

ভেন্যু-সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত করা হয়েছে শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পাকিস্তানি ব্যান্ড কাবিশের কনসার্ট ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’।

আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, দেশের সামগ্রিক পরিস্থিতি, প্রস্তুতি, পারমিট, ভেন্যু ও শিল্পী পারিশ্রমিকসহ সব জটিলতা বিবেচনা করে কনসার্ট স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি স্পষ্ট করে জানিয়েছে, ইভেন্টটি স্থগিত করা হয়েছে, বাতিল নয়। রিফান্ড নীতিমালা শিগগিরই জানানো হবে। এছাড়া, ব্যান্ডটির পক্ষ থেকে শ্রোতাদের উদ্দেশে একটি ভিডিও বার্তাও দেওয়া হয়েছে।

কাবিশ বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছায়। শুক্রবারের কনসার্টে তাদের সঙ্গে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’সহ অন্যান্য শিল্পীদের।

আরও পড়ুন: শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে কাবিশ ঢাকা ভ্রমণ করে। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন এই সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ডটি, যা ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’সহ বিভিন্ন গানের

সর্বশেষ

পাঠকপ্রিয়