News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২২, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ০১:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

সিলেটে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

সিলেটে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

সিলেট: উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে সেরাদের সেরা হয়েছে এক হাজার ৩৫৬ জন। জিপিএ-৫ অর্জন করেছে তারা। তবে গত বছর সিলেট শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭০ জন শিক্ষার্থী।

এবার সিলেটে পাসের হারও কমেছে। এবার সিলেটে পাস করেছে ৭৪ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী। কিন্তু গতবার সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ১৬ শতাংশ।

রোববার সকালে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৫৮ হাজার ৬৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছিল। গত বছর এ বোর্ডে পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৮৯৪ জন। সে হিসেবে এবার পরিক্ষার্থী বেড়েছে ১৬৯ জন। পরিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাস ও জিপিএ-৫ এর হার।

নিউজবাংলাদেশ.কম/এএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়