News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৪, ১০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২২:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের কড়া নির্দেশনা

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের কড়া নির্দেশনা

ফাইল ছবি

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

বুধবার (১০ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

এনটিআরসিএ জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ৪১,৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়েছে। এই প্রার্থীরা ১৮,৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে কোনো প্রকার হয়রানি না করে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করবে। নিয়োগপত্র প্রাপ্তির পর প্রার্থীদের ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। অন্যথায়, উক্ত পদ শূন্য হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং ও ম্যানেজিং কমিটি গঠনে নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা কোনো প্রকার হয়রানি না করে যোগদানকৃত শিক্ষকের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করবেন।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান প্রক্রিয়া ও এমপিওভুক্তির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এনটিআরসিএ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে। এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় সকল প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এনটিআরসিএর এই পদক্ষেপ শিক্ষাক্ষেত্রে গুণগত মান বৃদ্ধি ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দক্ষ করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়