বর্ণাঢ্য আয়োজনে কুয়েট দিবস পালিত
খুলনা: ভূবুজেলার (একপ্রকার বাঁশি) চিৎকার, বিউগলের সুর, ঢাকের বাজনা সব মিলিয়ে উৎসব আয়োজনে যেখানে যতটুকু প্রয়োজন ঘাটতি ছিল না তার কোনোটাতেই।
শিক্ষার্থীরা সেজেছিল নানা রঙে, হেঁটেছে নানান ঢঙে। মেয়েরা পাহাড়ি মেয়েদের মতো করে নিজেদের সাজিয়েছেন। আর ছেলেরাও সেজেছে কেউ বঙ্গবন্ধু, কেউ ভাসানী, আবার কেউ খাজা খানজাহান আলী পীরের বেশে।
এ রকম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কুয়েট ডে।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এর মধ্যে সকাল সোয়া ১০ টায় পদ্মপুকুরের পাড় থেকে শুরু হয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, প্রীতি সমাবেশ এবং বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান। অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ।
উল্লেখ্য, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে ১ সেপ্টেম্বরকে প্রতি বছর বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে তিনহাজার শিক্ষার্থী অধ্যয়নরত। যার মধ্যে ৬টি ছাত্রাবাসে প্রায় আড়াইহাজার আবাসিক শিক্ষার্থী রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








