News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৩, ৩১ আগস্ট ২০১৫
আপডেট: ১৫:৪২, ১ মে ২০২০

ঢাবিতে আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন সলিমুল্লাহ হল

ঢাবিতে আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন সলিমুল্লাহ হল

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘শিশু নির্যাতন বিরোধী’ আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল। রানার্স-আপ হয়েছে শামসুন্নাহার হল।

প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল, ‘আজকের শিশু আগামীর বাংলাদেশ... চির জাগরুক স্বপ্ন অনিঃশেষ’।

রোববার উৎসবের ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।

তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়